মাইদুল হাসান, বিশেষ প্রতিনিধি: “দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা – গড়বে আগামীর শুদ্ধতা” এ প্রতিপাদ্য শ্লোগানকে ধারন করে সারা দেশের ন্যায় নীলফামারীর জলঢাকায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৪ইং।
দূর্নীতি দমন কমিশন সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের সমন্বয়ে ও জলঢাকা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্দ্যোগে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ৯ই ডিসেম্বর সোমবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয় এবং র্যালীটি পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচী পালন করেন। পরে হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব কামারুজ্জামান, নির্বাচন কমিশন কর্মকর্তা আকবার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী রায়, পাট কর্মকর্তা বাবু প্রীতম কুমার রায়, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তাসহ উপজেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি, সাংবাদিক, সামাজিক ও সূধী সমাজের ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। বক্তারা চলমান সময়ে দেশের সার্বিক অর্থনৈতিক দিক বিবেচনা করে দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, দেশ থেকে দুর্নীতি ঠেকাতে জাতিভেদ বিসর্জন দিয়ে এবং দলমত নির্বিশেষে সকলকে এই দুর্নীতুর বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।