মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে মালবোঝাই ট্রাকের ধাক্কায় সেলিম আহমেদ (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার ৯ই ডিসেমম্বর বিকালে পৌর শহরের পোষ্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম উপজেলার ০৭ নং বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী কাকতলী গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় বাড়ি থেকে সেলিম আহমেদ মোটরসাইকেল চালিয়ে ডোমার বাজারে আসছিলেন। এ সময় বিপরীত দিক দিয়ে আসা মালবোঝাই একটি ট্রাকের ধাক্কায় সেলিম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হন। এরপর ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করে।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম দূর্ঘটনায় সেলিমের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.