আবেদ আলী : “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” প্রতিপাদ্যকে সামনে
নীলফামারীর জলঢাকায় ৯ ডিসেম্বর বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া এবং আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে র্যালী প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।
এসময় মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহম্মেদ, উপজেলা জামায়াতের আমীর
মোকলেছার রহমান মাষ্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, প্রেসক্লাব সভাপত আলহাজ্ব কামরুজ্জামান ও মহিলা বিষয়ক কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার খুরশিদ আলম প্রমুখ।
বেগম রোকেয়া এবং দুর্নীতি বিরোধী দিবসের র্যালী ও আলোচনা সভায় উপজেলা পরিষদে সরকারী দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সবশ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।