আশিকুজ্জামান আশিক, স্টাফ রির্পোটার : নীলফামারীর জলঢাকায় জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) এর নবগঠিত উপজেলা এবং পৌর আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জলঢাকা সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা কমিটির আহবায়ক সুলতান মাহমুদের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে শক্তিশালী করতে আমাদের সহযোগী সংগঠনগুলোকে সুসংগঠিত করার বিকল্প নেই।
জলঢাকায় জাসাস’কে গতিশীল করতে সবধরণের সহযোগীতা দেওয়ার কথা জানান তিনি।
জাসাস এর উপজেলা কমিটির সদস্য সচিব আবেদ আলী সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, কমিটির অন্যতম সদস্য এ্যাডঃ মাহবুবা আক্তার, এ্যাডঃ নাজমুল কাশেম, পৌর আহবায়ক রেজাউল ইসলাম, সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া ও সদস্য আতিকুর রহমান আতিক প্রমুখ। মতবিনিময় সভায় সংগঠনটিকে সামনের দিকে এগিয়ে নিতে বিভিন্ন দিক নির্দেশনামুলক আলোচনা করা হয়।
এসময় কমিটির সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।