মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ২০২৪ইং এর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস।
সোমবার (৯ই ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত রংপুর জেলা কার্যালয়, উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে দিবসটি উৎযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গৃহীত কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক নাজমুল আলম বিপিএএ।
উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরননবীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপি, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তনের সাধারণ সম্পাদক আনজারুল হক, সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম বিএসসি, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ওমর ফারুক প্রমুখ।
উক্ত আলোচনা সভায় বিভিন্ন অঙ্গনের নেতৃবৃন্দ, সুধীজন, শিক্ষক-শিক্ষিকা ও সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ অংশ গ্রহণ করেন।
আলোচনা সভায় দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.