. .
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন |
Headline :
জলঢাকায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা দিনাজপুর অঞ্চলিক স্কাউটসের লিডার ট্রেনার মনোনীত হয়েছেন ডোমারের বিনয় রায় সৈয়দপুরে ৪০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, যুবক গ্রেফতার নেতাকর্মীদের হত্যার বিচারের দাবিতে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন ডোমার পৌর এলাকায় সড়ক দখলদ্বারিত্বের কারণে প্রতি নিয়ত ঘটছে প্রানহানীর মতো দূর্ঘটনা জলঢাকায় মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত  চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে ছিনতাই, যাত্রী গুরুতর আহত জলঢাকায় বেগম রোকেয়া ও দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা নানা আয়োজনের মধ্য দিয়ে ডোমারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত বর্ণাঢ্য আয়োজনে ডোমারে বেগম রোকেয়া দিবস উদযাপিত

জলঢাকায় মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত 

মাইদুল হাসান,  বিশেষ প্রতিনিধি: / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন

মাইদুল হাসান, বিশেষ প্রতিনিধি: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জলঢাকায় মানবাধিকার সুরক্ষায় আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা, ‌র‍্যালী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আইনি সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশন নীলফামারী জেলা ও জলঢাকা উপজেলা শাখার যৌথ উদ্দ্যোগে ১০ই ডিসেম্বর দুপুরে ডালিয়া রোডস্থ আসকের অস্থায়ী কার্যালয় থেকে একটি র‍্যালী বের হয় এবং র‍্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জিড়ো পয়েন্ড মোড়ে গিয়ে পথ সভায় মিলিত হয়।

ঘন্টাব্যাপী পথসভা পালন করে র‍্যালীটি জলঢাকা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয়। জেলা আসক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মোহাইমেনুল ইসলাম সানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর সেক্রেটারি জলঢাকা আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি।

প্রধান পৃষ্ঠপোষক ছিলেন উপজেলা জামায়াতের আমীর শিক্ষক মোখলেছুর রহমান। থানা অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর আলম মন্ডলের উদ্বোধনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচ্যক হিসাবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব ও আসক ফাউন্ডেশনের অতিরিক্ত নির্বাহী পরিচালক শাহাদাত হোসেন শাওন ও নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাবিবুর রহমান লিখন।

জেলা আসক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সমাজকর্মী আল-আমিন ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় ও উপদেষ্টা আাতাউল বারী আপেল এর সঞ্চালনায় গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় আসক ফাউন্ডেশনের সভাপতি বেলায়েত হোসেন বাবু, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল হাসান, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহ্ জাহান কবীর লেলিন, জলঢাকা ইসলামী ব্যাংক কর্মকর্তা অহিদুল ইসলাম , জিয়া মঞ্চ জলঢাকা পৌর শাখার আহবায়ক আব্দুর রহিম, হোসনেয়ারা মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক পরিচালক রেজাউল করিম রাজু, জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ও মানবাধিকার কর্মী এমদাদুল হক সাজু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরন করে নেন জেলা ও জলঢাকা উপজেলা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা। আলোচনা সভা শেষে মানবতায়, সহযোগিতায়, সুরক্ষায় এবং মানবাধিকার কর্মযজ্ঞ্যে বিশেষ ভুমিকা রাখার জন্য তাদেরকে জেলা আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের উদ্দ্যোগে গুনীজন সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category