. .
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন |
Headline :
জলঢাকায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা দিনাজপুর অঞ্চলিক স্কাউটসের লিডার ট্রেনার মনোনীত হয়েছেন ডোমারের বিনয় রায় সৈয়দপুরে ৪০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, যুবক গ্রেফতার নেতাকর্মীদের হত্যার বিচারের দাবিতে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন ডোমার পৌর এলাকায় সড়ক দখলদ্বারিত্বের কারণে প্রতি নিয়ত ঘটছে প্রানহানীর মতো দূর্ঘটনা জলঢাকায় মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত  চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে ছিনতাই, যাত্রী গুরুতর আহত জলঢাকায় বেগম রোকেয়া ও দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা নানা আয়োজনের মধ্য দিয়ে ডোমারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত বর্ণাঢ্য আয়োজনে ডোমারে বেগম রোকেয়া দিবস উদযাপিত

ডোমার পৌর এলাকায় সড়ক দখলদ্বারিত্বের কারণে প্রতি নিয়ত ঘটছে প্রানহানীর মতো দূর্ঘটনা

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩ পূর্বাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার পৌর এলাকায় চলছে সড়ক দখলের মহা উৎসব। সেই সাথে চলছে ড্রেন দখল, নির্বিকার প্রশাসন। একারণে প্রতি নিয়ত ঘটছে প্রানহানীর মতো দূর্ঘটনা।

মঙ্গলবার ১০ ডিসেম্বর সরেজমিনে সড়কে দেখা গেছে, ডিবি সড়কের ড্রেনগুলোতে দখল দ্বারিত্বের রাজত্ব। এবিষয়ে শহীদস্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার এক ব্যবসায়ী শাহানুর আলম বলেন, ঢাকার কোচগুলি সাধারণত রাত আটটায় ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। কিন্তু কিছু গাড়ি বিকাল চারটা থেকে এখানে দাড়িয়ে থাকে।

বাইপাস সড়ক থাকলেও পাথর বোঝাই ১০/১৮ চাকার ট্রাকগুলি শহরের মধ্যে দিয়ে স্পীডে যায়। এ সময় অন্য ছোট পরিবহনের জন্য সড়কটি বিপদজনক হয়ে উঠে। এর মধ্যে কোচ কাউন্টার গুলিও বিভিন্ন ব্যবসায়ীরা সাইনবোর্ড সড়কের উপর রাখায় সড়কগুলি আরও সংকীর্ণ হয়ে উঠে। এতে জ্যাম যেমন সৃষ্টি হয়, তেমনি অহরহ দুর্ঘটনা ঘটে। যেমন গতকাল সোমবার একটি তাজা প্রান ঝরে গেল।
ডোমার দুর্নীতি প্রতিরোধ কমিটির সা: সম্পাদক ও সুজনের সা: সম্পাদক গোলাম কুদ্দুস আইয়ুব জানান,সড়কের উপর সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে।ড্রেনগুলি প্রায় সব দখল হয়ে গেছে। ডোমার -চিলাহাটি সড়কে ড্রেনগুলি দখল হয়ে সড়ক চিকন হয়ে গেছে। বিদ্যুৎ এবং টিএনটির খুটিগুলো বেশি সমস্যা সৃষ্টি করছে। জনপ্রতিনিধিরা ভোটের রাজনীতি করায় তারা ভোট হারানোর ভয়ে তারা উচ্ছেদ অভিযানে আগ্রহী হয় না।

ডোমার পৌরসভার প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী জানান, আজ (মংগলবার) থেকেই বাইপাস সড়ক দিয়ে ট্রাকগুলি পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। বনিক সমিতি ও পরিবহন সমিতির নেতাবৃন্দদের সাথে বৈঠক শেষে অতিদ্রুত সড়কের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category