বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের সব নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি এবং নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় কলেজের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) রাজু পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স, সাধারন সম্পাদক মোজাম্মেল হক মোজাম, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সি প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচার সরকার ছাত্রদলের অসংখ্য নেতা কর্মীকে খুন-গুম করে ক্ষমতা টিকিয়ে রাখার পাঁয়তারা করেছে। সর্বশেষ জুলাই আন্দোলনে মানবাধিকারের সর্বোচ্চ লঙ্ঘন করেছে খুনি হাসিনা। এই স্বৈরাচার হাসিনার আমলে যে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে তা যেন আর ফিরে না আসে। আমরা আগামীতে তারেক রহমানের মানবাধিকার ও সাম্যের বাংলাদেশ দেখতে চাই। অতিদ্রæত হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ফিরোজ আহমেদ সৈকত, রাইসুল ইসলাম রানা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। একই কর্মসূচী জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.