. .
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন |
Headline :
জলঢাকায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা দিনাজপুর অঞ্চলিক স্কাউটসের লিডার ট্রেনার মনোনীত হয়েছেন ডোমারের বিনয় রায় সৈয়দপুরে ৪০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, যুবক গ্রেফতার নেতাকর্মীদের হত্যার বিচারের দাবিতে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন ডোমার পৌর এলাকায় সড়ক দখলদ্বারিত্বের কারণে প্রতি নিয়ত ঘটছে প্রানহানীর মতো দূর্ঘটনা জলঢাকায় মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত  চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে ছিনতাই, যাত্রী গুরুতর আহত জলঢাকায় বেগম রোকেয়া ও দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা নানা আয়োজনের মধ্য দিয়ে ডোমারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত বর্ণাঢ্য আয়োজনে ডোমারে বেগম রোকেয়া দিবস উদযাপিত

দিনাজপুর অঞ্চলিক স্কাউটসের লিডার ট্রেনার মনোনীত হয়েছেন ডোমারের বিনয় রায়

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টারঃ স্কাউটস আন্দোলনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে বাংলাদেশ স্কাউটস জাতীয় সদরদপ্তর কর্তৃক দিনাজপুর আঞ্চলিক এডহক কমিটিতে লিডার ট্রেনার (এলটি) পদে মনোনীত হয়েছেন নীলফামারীর ডোমার উপজেলার শ্রী বিনয় কুমার রায়।

বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) শামসুল হক কর্তৃক গত ৮ই ডিসেম্বর পত্র নংঃ বাঃস্কাঃ(প্রশাঃ৫৮৬)/১০০২ (১১০)/২০২৪ইং স্বাক্ষরিত আঞ্চলিক স্কাউটসের এডহক কমিটির সদস্য সচিব বরাবর, ২৪ নভেম্বন,বাঃস্কাঃ (প্রশা-৫৪৭)/৮৯১(২১০০)/২০২৪ সুত্রোক্ত পত্রের আলোকের এক বিজ্ঞপ্তিতে ১২টির মধ্যে ১০টি আঞ্চলিক লিডার ট্রেনারের নাম উল্লেখ পূর্বক তাদের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্কাউট আন্দোলনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দিনাজপুর আঞ্চলিক স্কাউটসের এডহক কমিটিতে লিডার ট্রেনার (এলটি)পদের জন্য মনোনীত করেছেন শ্রী বিনয় কুমার রায় এবং আঞ্জুমান আরা বেবী।

শ্রী বিনয় কুমার রায় দীর্ঘদিন যাবত নীলফামারী জেলা স্কাউটসের কমিশনার এবং ডোমার উপজেলা স্কাউটসের কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও বর্তমানে তিনি উপজেলার ০৭নং বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

বিঞ্জপ্তিতে ঢাকা অঞ্চলের জন্য মনোনীত হয়েছেন আমিমুল এহসান খান পারভেজ এবং ড. সাধন কুমার বিশ্বাস, ময়মনসিংহ অঞ্চলের জন্য হাসান মাসুদ ও আঞ্জুমান আরা বেগম, চট্টগ্রাম অঞ্চলের জন্য মুজিবুর রহমান ফারুকী ও আকতার হোসেন, কুমিল্লা অঞ্চলের জন্য ফছিউ-উর রহমান ও রহিমা আক্তার, সিলেট অঞ্চলের জন্য রিপন চক্রবর্তী ও বুরহান উদ্দিন আহমদ, রাজশাহী অঞ্চলের জন্য ওহিদুর রহমান ও আঞ্জুমান আরা বেগম, খুলনা অঞ্চলের জন্য এসএম ফারুক হোসেন ও মনোয়ার আহমদ, বরিশাল অঞ্চলের জন্য দেবাশীষ হালদার ও মজিবর রহমান এবং নৌ অঞ্চলের জন্য হাবিবুর রহমান লিডার ট্রেনার (এলটি) পদে মনোনীত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category