রাশেদুজ্জামান সুমনঃ নীলফামারী জলঢাকায় আন্তঃ বিভাগ ফুটবল টুর্ণামেন্টে রাষ্ট্র বিজ্ঞান বিভাগ প্রতিপক্ষ ইসলামের ইতিহাস ও সংস্কতিক বিভাগকে দুই শূন্য গোলে জয়ী । বুধবার দুপুরে স্হানীয় ষ্টোডিয়াম মাঠে জলঢাকা সরকারি ডিগ্রী মহাবিদ্যালয় এই ফুটবল খেলার আয়োজনে এ সময় প্রধান অতিথি উপস্থিত সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকবর আলী। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও টুর্ণামেন্টের আহবায়ক হারুন -অর রশিদ জুয়েল,প্রভাষক জুলফিকার আলী, মেহেদী হাসান, রবিউল ইসলাম জুয়েল, হাসানুর রহমান এম, এ শাহীন প্রমূখ। টুর্ণামেন্টে কলেজের বিভিন্ন বিভাগের ১২ দল অংশ গ্রহণ করছে। অধ্যক্ষ আকবর আলী জানান ছাত্রদের মাদক থেকে দুরে রাখতে ও খেলাধুলা মুখী করতে এ ফুটবল টুর্ণামেন্টের আয়োজন। এক ঘন্টার খেলায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ইসলামের ইতিহাস ও সংস্কতিকে দুই শূন্য গোলে পরাজিত করে।