মাইদুল হাসান, বিশেষ প্রতিনিধি: “যত্ন রাখি শিশু ও মা – গড়ি আগামীর সম্ভাবনা” এ শ্লোগানকে সামনে রেখে জলঢাকায় গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন মডিউল-১ শীর্ষক দুই দিন ব্যাপী প্রশিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক আয়োজনে দুইদিন ব্যাপী প্রশিক্ষণের ১২ই ডিসেম্বর সমাপনী দিনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলায় পর্যায়ে কর্মরত হেল্থ ও ফ্যামিলি প্লানিং কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আবু হাসান ডাঃ মুহাম্মদ রেজওয়ানুল কবির ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরুজ্জামান মনির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফিরোজ মিয়া, খোরশিদ আলম, পূর্নিমা রানী রায়, লাজিনা বেগম প্রমুখ।
উক্ত প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন প্রশিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে গর্ভবতী মায়ের যত্নতার সহিত প্রসব ও প্রসবের পর শিশুর মাতৃ দুগ্ধদানকারী মায়ের পুষ্টি, শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামুলক যত্ন মডিউল শীর্ষক প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যে শিক্ষা অর্জন করেছেন। সে প্রশিক্ষণের আলোকে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধিসহ পুষ্টিগত সন্তান ও দুগ্ধদাকারী মায়ের উদ্দীপনামুলক কর্মকান্ডের বাস্তবিক মুল্যয়ন করার প্রতি আহবান জানান তিনি। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা যায়, এ প্রশিক্ষণে উপজেলাটির ১১টি ইউনিয়ন ও পৌর শহর থেকে মোট ৯২জন হেল্থ ও ফ্যামিলি প্লানিং কর্মকর্তাদের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।