. .
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন |
Headline :
জলঢাকায় ছাত্র গণজমায়েত ও সূধী সমাবেশ  জলঢাকায় গর্ভবতী দুগ্ধদানকারী মায়ের পুষ্টি  শিশুর সংবেদনশীল উদ্দীপনামূলক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ  নবীন-প্রবীণের স্মৃতিচারণে মুখরিত প্রাঙ্গন নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি জলঢাকায় আন্তঃ বিভাগ ফুটবল টুর্ণামেন্টের রাষ্ট্র বিজ্ঞান বিভাগ দুই শূন্য গোলে জয়ী  জলঢাকায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা দিনাজপুর অঞ্চলিক স্কাউটসের লিডার ট্রেনার মনোনীত হয়েছেন ডোমারের বিনয় রায় সৈয়দপুরে ৪০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, যুবক গ্রেফতার নেতাকর্মীদের হত্যার বিচারের দাবিতে নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের মানববন্ধন ডোমার পৌর এলাকায় সড়ক দখলদ্বারিত্বের কারণে প্রতি নিয়ত ঘটছে প্রানহানীর মতো দূর্ঘটনা জলঢাকায় মানবাধিকার দিবস উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠিত 

জলঢাকায় গর্ভবতী দুগ্ধদানকারী মায়ের পুষ্টি  শিশুর সংবেদনশীল উদ্দীপনামূলক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ 

মাইদুল হাসান,  বিশেষ প্রতিনিধি: / ২ Time View
Update : শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন

মাইদুল হাসান, বিশেষ প্রতিনিধি: “যত্ন রাখি শিশু ও মা – গড়ি আগামীর সম্ভাবনা” এ শ্লোগানকে সামনে রেখে জলঢাকায় গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি এবং শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক যত্ন মডিউল-১ শীর্ষক দুই দিন ব্যাপী প্রশিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক আয়োজনে দুইদিন ব্যাপী প্রশিক্ষণের ১২ই ডিসেম্বর সমাপনী দিনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলায় পর্যায়ে কর্মরত হেল্থ ও ফ্যামিলি প্লানিং কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আবু হাসান ডাঃ মুহাম্মদ রেজওয়ানুল কবির ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরুজ্জামান মনির। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ফিরোজ মিয়া, খোরশিদ আলম, পূর্নিমা রানী রায়, লাজিনা বেগম প্রমুখ।

উক্ত প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন প্রশিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে গর্ভবতী মায়ের যত্নতার সহিত প্রসব ও প্রসবের পর শিশুর মাতৃ দুগ্ধদানকারী মায়ের পুষ্টি, শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামুলক যত্ন মডিউল শীর্ষক প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যে শিক্ষা অর্জন করেছেন। সে প্রশিক্ষণের আলোকে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত জনগোষ্ঠীর মাঝে সচেতনতা বৃদ্ধিসহ পুষ্টিগত সন্তান ও দুগ্ধদাকারী মায়ের উদ্দীপনামুলক কর্মকান্ডের বাস্তবিক মুল্যয়ন করার প্রতি আহবান জানান তিনি। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা যায়, এ প্রশিক্ষণে উপজেলাটির ১১টি ইউনিয়ন ও পৌর শহর থেকে মোট ৯২জন হেল্থ ও ফ্যামিলি প্লানিং কর্মকর্তাদের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category