মাইদুল হাসান, বিশেষ প্রতিনিধি: জলঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্দ্যোগে ছাত্র গণজমায়েত ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির যৌথ উদ্দ্যোগে গতকাল ১২ই ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় এ গণজমায়েত ও সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জলঢাকা উপজেলার শাখার সমন্বয়ক আহসান হাবীব রক্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর জামায়াতে সেক্রেটারি ওবায়দুল্লাহ্ সালাফি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর শিক্ষক মোখলেছুর রহমান, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার হামিদুর রহমান, মুক্তিযুদ্ধা অনিল চন্দ্র রায়, এস আলী অটো রাইচ মিলের ব্যবস্থাপক পরিচালক শরিফুল ইসলাম বাবু, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহ্ জাহান কবীর লেলিন, থানা অফিসার ইনচার্জ ওসি জাহাঙ্গীর আলম মন্ডল দ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু সাঈদ লিয়ন, রেজওয়ান আহমেদ, বৈষম্য বিরোধী নাগরিক ঐক্য কমিটির আহবায়ক আলমগীর হোসেন, পাঠানপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী, অনির্বান বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মোহাইমেনুল ইসলাম সানা, নেতা হামিমুর রহমান হামীম, বিএনপি নেতা খোরশেদ আলম, প্রিন্স মাহমুদ প্রমুখ।
উক্ত গণজমায়েত ও সূধী সমাবেশে ৫ই আগষ্টের গণ-অভ্যুত্থানে আহত,নিহত, ক্ষতিগ্রস্থ ও জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.