• শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন |
Headline :
সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না জলঢাকায় জনসভায় জামায়াতের আমীর ড. শফিকুর রহমান   পরকীয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে নির্যাতন, হাসপাতালে ভর্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পিকআপ ভ্যানের ধাক্কায় দেবীগঞ্জে নিহত -১ আহত-২ জলঢাকায় গাজায় ইসরাঈলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত নীলফামারীতে আইনজীবী ফোরামের সাংগঠনিক মতবিনিময় সভা জলঢাকায় টিআর কাবিখা উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করলেন ইউএনও-পিআইও জলঢাকা সরকারি কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ মোজাফ্ফর হোসেনকে শুভেচ্ছা ডোমারে হিন্দু সম্প্রদায়ের পরিবারের ভারতে দেওয়া নির্যাতনের বিবৃতি সত্য নয় ডোমারে উপজেলা বিএনপির আয়োজনে ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়

মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন জলঢাকা প্রেসক্লাব সাধারণ সম্পাদক লেলিন

আবেদ আলী / ৮২ Time View
Update : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন

আবেদ আলী : মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৪’ অর্জন করেছেন জলঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক দি ডেইলি নিউ নেশন এর শাহজাহান কবির লেনিন।

গত শুক্রবার (১৩ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সার্ক কালচারাল কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠিত “শতাব্দীর শ্রেষ্ঠ মহীয়সী নারী মাদার তেরেসা’র কর্মময় জীবন” শীর্ষক অনুষ্ঠানে গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরুপ মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৪ ও সনদ প্রদান করা হয়েছে তাকে।
প্রতিবাদী এ সাংবাদিক সাবেক ভিপি ও শাহজাহান কবির লেলিন এর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ধর্ম ও প্রাণি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দীন ।
সাংবাদিক মঞ্জুর হোসেন ঈসা’র উপস্থাপনা ও তানিয়া আফরিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।
এতে সভাপতিত্ব করেন অধ্যাপক, আইইডিএটি ও সার্ক কালচারাল কাউন্সিলের উপদেষ্টা এমএ সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাশিক আহমেদ উপদেষ্টা (অনুষ্ঠান), এটিএন বাংলা ফেরদৌস আরা দেশ বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী মোশাররফ হোসেন উপদেষ্টা, শেরে বাংলা গবেষণা পরিষদ মাসুদুর রহমান মিলকী গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী, উপদেষ্টা, গ্লোবাল স্টার কমিউনিকেশন। এক নজরে সাংবাদিক শাহজাহান কবির লেলিনের পরিচিতি তিনি ১৯৭৫ সালের ১০ ই জুন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পৌর শহরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ছাত্র জীবনে ছাত্র রাজনীতি দিয়ে শুরু। ২০০৭ সালে সাংবাদিকতা পেশা ও মানবাধিকার মানবাধিকার কর্মী হিসেবে মানুষের অধিকার নিয়ে কাজ শুরু করেন এবং পরর্বতীতে জাতীয় দৈনিক ও ও স্থানীয় পত্রিকা দিয়ে তাঁর সাংবাদিকতা জীবন শুরু হয়। পর্যায়ক্রমে বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন তিনি। এরপর যোগ দেন জাতীয় পত্রিকায়। ছাত্র জীবন ও মানবাধিকার সংগঠনের সাথে কাজ করা অবস্থা থেকেই তিনি দূর্নীতি, অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন, পরর্বতী তিনি সাংবাদিকতার দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক আলোচিত প্রচারে আলোচনায় আসেন। বিশেষ করে হাটের অতিরিক্ত খাজনা আদায়, অসহায় পরিবার ও বাল্যবিবাহ, মাদকের ছোবলে ধ্বংস যুব সমাজ, ফেসিবেদী সরকারের ফ্যাসিবাদী সরকারের কিছু দুর্নীতি ও অনিয়ম, প্রকল্প বাস্তবায়ন অফিসের নানা অনয়িম নিয়ে সংবাদ প্রকাশিত হলে সর্বমহলের দৃষ্টিতে আসেন প্রতিবাদী সাংবাদিক শাহজাহান কবির লেলিন। দূর্নীতি, অনিয়মের সংবাদ প্রাকাশের জন্য মামলা হামলাসহ বিভিন্ন রকম হুমকির সম্মুখীন হতে হয়েছে। জীবনের মায়া ত্যাগ করে দলমত নির্বিশেষে দৃূর্নীতি অনিয়মকারীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে থাকেন। অনিয়ম দুর্নীতি নিয়ে প্রকাশিত সাংবাদিক শাহজাহান কবির লেনিনের অনুসন্ধানী প্রতিবেনগুলো এখনো সর্বমহলে প্রশংশিত। তিনি বাংলাদেশে পেশাদার সাংবাদিক সংগঠন রিপোর্টার্স ইউনিটির নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব জলঢাকার সাধারণ সম্পাদক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন।


More News Of This Category