মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার: এক সাগর রক্তের বিনিময়ে বাঙালিরা এদেশের জন্য দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে বিজয়ের মাধ্যমে অর্জিত হয়েছে স্বাধীন স্বার্বভৌম বাংলাদেশ। বাঙালির স্বাধীকার অর্জনের বহুল কাঙ্ক্ষিত ঐতিহাসিক বিজয়ের ৫৩ তম বর্ষপূর্তিতে নীলফামারীর ডোমারে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে ‘মহান বিজয় ও জাতীয় দিবস ২০২৪ইং’
সোমবার (১৬ই ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার পৌর এলাকায় অবস্থিত হৃদয়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান,বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা পুষ্পমাল্য অর্পণ করেন।
এরপর সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও ডোমার পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইলিয়াস হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার (সাংস্কৃতিক) বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ববিন, উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোজাফফর আলী প্রমুখ।
উপজেলা প্রশাসন কর্তৃক নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজয় মেলার উদ্বোধন করা হয়।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.