
নীলফামারীতে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল দশটায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ের স্বাধীনতা অম্লান স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা।পুষ্পমাল্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জহুরুল আলম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম ফারুক, মাহবুব উর রহমান মাহবুব,মোক্তার হোসেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আকতারুজ্জামান জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. আল মাসুদ চৌধুরী, জেলা কৃষকদলের আহ্বায়ক মগনি মাসুদুল আলম দুলাল,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোশেদ আযম,শ্রমিক দলের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান,মৎস্যজীবী দলের সদস্য সচিব আজিজুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থ্যতা কামনায় দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুব উর রহমান মাহবুব।
এসময় জেলা বিএনপির সহ সভাপতি সোহেল পারভেজ,মোস্তফা প্রধান হক বাচ্চু, রাহেদুল ইসলাম দোলন,জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশগুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু সুফিয়ান রুমেল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক হোসেন,জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম,জেলা তাঁতি দলের সভাপতি শাহজাদা মুক্তি,সাধারণ সম্পাদক হোসেন আলী,জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স,জেলা ছাত্রদলের সহ সভাপতি আতিকুল ইসলাম নিশান, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম,সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেছুর রহমান কাজল,সদস্য সচিব আসলাম পারভেজ বিদ্যুৎ,নীলফামারী সরকারি কলেজের সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।i