প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৮:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৪, ১০:১০ পি.এম
নীলফামারীতে মহান বিজয় দিবস পালন
নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিনটি উপলক্ষে সোমবার ১৬ই ডিসেম্বর সূর্যোদয়ের সাথে ৩১বার তোপধ্বনী মধ্য দিয়ে দিবসের সূচনার পর জেলা শহরের চৌরঙ্গী মোড়ের স্বাধীনতা অম্লান স্মৃতি স্তম্ভে জেলা ক্রীড়া সংস্থার পক্ষে পুস্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এরপর পর্যায়ক্রমে পুস্পমাল্য অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম,জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম,সরকারি কৌসুলী ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য এ্যাড.আবু মোহাম্মদ সোয়েম,প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাসির উদ্দিন শাহ মিলনসহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন, নীলফামারী প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনসাধারণ।
এছাড়া দিনটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মুক্তিযুদ্ধ ভিত্তিক পোস্টার ও পুস্তক প্রদশর্ণী ও নীলফামারী সার্কিট হাউজে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়াও জেলা শিশু একাডেমি চত্ত্বরে শিশুদের ক্রীড়া, সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করে। দুপুরে হাসপাতাল, জেলখানা, বিভিন্ন এতিমখানা ও সরকারী শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.