জাতীয় দলের নারী ক্রিকেটার নীলফামারীর ফাস্ট বোলার মারুফা আক্তারকে শুভেচ্ছা স্বারক প্রদান করেছে জেলা ক্রীড়া সংস্থা। সোমবার (১৬ ডিসেম্বর) জেলা শহরের বড় মাঠে তাকে শুভেচ্ছা স্বারক প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
মারুফা আক্তার ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর বার্ষিক অ্যাওয়ার্ডে ২০২৩ সালের সেরা নারী ওয়ানডে ফাস্ট বোলিং পারফরম্যান্সের পুরস্কার পাওয়ায় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের গর্বিত সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফুটবল, ক্রিকেট ও খোঁ খোঁ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক, জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম,জেলা বিএনপির সহ-সভাপতি মীর সেলিম ফারুক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.