• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন |

চিলাহাটি এবং ভাউলাগঞ্জে আশা সংস্থার আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ৭২ Time View
Update : বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টারঃ নীলফামারীর ডোমার উপজেলার ০১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি এবং ভাউলাগঞ্জে ক্ষুদ্র ঋণদানকারী আশা সংস্থার আয়োজনে বিনামূল্যে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৭ই ডিসেম্বর বিজয় দিবস ২০২৪ইং উপলক্ষ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা দেশব্যাপী পনের হাজার মানুষকে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্য নিয়ে ফ্রী মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে। তারই অংশ হিসেবে চিলাহাটি স্বাস্থ্য সেবাকেন্দ্রে ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন ডোমার অঞ্চলের আশার
সিনিয়ির রিজিওনাল ম্যানেজার মোক্তার হোসেন।
উক্ত মেডিকেল ক্যাম্পে এসময় উপস্থিত ছিলেন,আহমেদুল হক শহীদ স্মৃতি সঃপ্রাঃবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাখদমুল আলম, কামরুল আহসান (লিজন) সমাজসেবক চিলাহাটি, ফিউচার প্রি ক্যাডেট একাডেমির প্রিন্সিপাল রাকিব হোসেন রন। প্রিন্সিপাল, সমাজসেবক- মোস্তাফিজুর রহমান (সুজন)।

অপরদিকে ভাউলাগন্জ স্বাস্থ্য সেবা কেন্দ্রে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক তরিকুল ইসলাম।
এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন সিনিয়র অডিট পঞ্চগড় আব্দুল বাসেদ, সাবেক সেনা কর্মকর্তা রিয়াজুল ইসলাম প্রমুখ।
ক্যাম্পটি পরিচালনার দ্বায়িত্বে নিয়োজিত ছিলেন শাহরিয়া আলম, হেল্থ সেন্টার ইনচার্জ আশা ভাউলাগঞ্জ স্বাস্থ্য সেবাকেন্দ্র।
দিনব্যাপী আয়োজিত ফ্রী মেডিকেল ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়ার পাশাপাশি, ডায়াবেটিস পরীক্ষা, বিনামূল্যে ঔষধ বিতরণ এবং ৫-১৬ বছর বয়সী কিশোর কিশোরীদের বিনামূল্যে কৃমিনাশক ঔষধ খাওয়ানো হয়।

উল্লেখ্য যে, আশা করপোরেট সোস্যাল রেসপনসেবিলিটি (CSR) কার্যক্রমের আওতায় বছরে কয়েক লক্ষ মানুষকে স্বাস্থ্য, শিক্ষা,ত্রাণ,শীতবস্ত্র, স্যানিটেশন ইত্যাদি সেবা প্রদান করে আসছে। যার অর্থ সংস্থার উদ্ধৃত্ত তহবিল থেকে যোগান দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category