আন্তর্জাতিক অভিবাসি দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে রেমিটেন্স প্রেরণকারী সেরা তিন প্রবাসীর পরিবারকে সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর ) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এই সম্মাননা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এরআগে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদের সভাপতিত্ব বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র, নীলফামারী সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আতা হিয়া বিন খুদা, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, নীলফামারী থানার পরিদর্শক(তদন্ত) মিজানুর রহমান প্রমুখ।
সম্মাননা প্রাপ্তরা হলেন মালেয়শিয়া প্রবাসী এরশাদ আলী ও নাজমুল হুদা এবং সিঙ্গাপুর প্রবাসী আতিকুর রহমান মিন্টু। সকালে দিবসটি উপলক্ষে ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গিকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ শ্লোগানে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.