আবেদ আলী : নীলফামারীর জলঢাকায় বাজার খরচ নিয়ে বাড়ি ফেরার সময় তিন সন্তানের জননী এক নারীকে পালাক্রমে গণধর্ষনের অভিযোগ পাওয়া গেছে।
গত ১৮ ডিসেম্বর রাতে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নে এ ধর্ষনের ঘটনাটি ঘটেছে।এঘটনার সুষ্ঠ বিচার চেয়ে গতকাল বেশ কয়েকজনকে আসামী করে থানায় অভিযোগ করেন ওই নারী।
তার বাড়ি ওই ইউনিয়নের পূর্ব শিমুলবাড়ী আশ্রয়ণে। ধর্ষিতা জানায়, আমি বাজার খরচ নিয়ে বাড়ি ফেরার সময় মীরগঞ্জ বাজার পাড়ার আজিদুল ইসলাম ওরফে কাচা কলার ছেলে রুবেল হোসেন ও তহিদুল ইসলামের ছেলে সোহাগ পরিচয় সুত্র ধরে আনুমানিক ৮টার সময় আমাকে ডেকে নিয়ে গিয়ে একটি রুমে আটকে রেখে ৭জন বন্ধুর মধ্যে ৫জন রাতভর জোর পূর্বক ধর্ষণ করেছে।
সকালে বিষয়টি জানাজানি হলে বাবা মাকে সাথে নিয়ে থানায় অভিযোগ করি। এবিষয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ওসি (তদন্ত) আব্দুর রহিম জানান, মীরগঞ্জ তদন্ত কেন্দ্র বিষয়টি দেখছেন।