আবেদ আলী: গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা "জাসাস" রংপুর বিভাগীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। তিনি বলেন, বিএনপি ও যুবদলের পর ১৯৭৮ সালের ২৭ ডিসেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে লক্ষ উদ্দেশ্য নিয়ে জাসাস প্রতিষ্ঠা করেছেন, তা বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে।
পতিত ফ্যাসিস্ট সরকার আমাদের দেশে শুধু রাজনৈতিক আধিপত্য নয়, সাংস্কৃতিক আধিপত্য ও সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে আমাদের রেখেছিল। দেশ ও জাতির প্রয়োজনে আমাদের সংস্কৃতিকে বিদেশেও ছড়িয়ে দিতে হবে। নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে হবে। যাতে তারা বিদেশী সংস্কৃতির আগ্রাসনের শিকার না হয়। তিনি আরো বলেন, জাসাসের নেতৃত্বকে বিভাগীয় বা জেলা শহরে নয়, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্ষুদে শিল্পীদেরও খুঁজে বের করে আনতে হবে। একটি দেশের ভাবমূর্তি ও পরিচয় ফুটে উঠে তার কৃষ্টি ও সংস্কৃতির ওপর। আমাদের সংস্কৃতিকে হারিয়ে যেতে দেয়া যাবে না। শনিবার বিকেলে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী হলরুমে রংপুর বিভাগে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব ফেরদৌস ফকির এর সভাপতিত্বে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক এ্যাডঃ ফরহাদ হোসেন নিয়ন। গাইবান্ধা জেলা জাসাস এর আহবায়ক বজলুল করিম রুপুর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সদস্য নাহিদ উল্ল্যাহ চৌধুরী, শাহিনুর আবেদীন, গাইবান্ধা জেলা সদস্য সচিব খান মোহাম্মদ কাওছার ওয়াহিদ সুজন ও রেখা এবং প্রতিটি জেলা সহ স্থানীয় নেতৃবৃন্দরা। পরে বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার পার্কে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন নেতাকর্মীরা।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.