• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন |

চিলাহাটিতে ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ১৪ Time View
Update : বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ “শিক্ষাই জাতির মেরুদণ্ড” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলার ০১ নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২১শে ডিসেম্বর সকাল ১০ টায় শিশুদের মনোমুগ্ধকর পরিবেশে সাজানো স্কুলটির ডোমার চিলাহাটি রোডে এর যাত্রা শুরু করে।

ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন ড.মুহাম্মদ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ও সহযোগী প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ব্যারিস্টার মাহমুদ আল-মামুন (হিমু).বিশিষ্ট আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট,
ভিডিও কলের মাধ্যমে ভার্চুয়ালী যুক্ত হয়েছেন ডাঃ রাঈস উদ্দিন সেনী, লেকচারার ডিপার্টমেন্ট অফ মেডিসিন কলম্বো ইউনিভার্সিটি শ্রীলঙ্কা।

ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হারিছ, প্রিন্সিপাল এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল মৌলভীবাজার, আমেরিকার প্রবাসী জি.এম ইলিয়াস আহমেদ প্রামানিক, বিশিষ্ট সমাজসেবক মহব্বত হোসেন বাবু, প্রবীণ শিক্ষক আব্দুল করিম, বিশিষ্ট রাজনীতিবিদ তরিকুল আলম বুন্নু, এ.টি এম জাফর সিদ্দিকী লুলু, ভাইস প্রিন্সিপাল ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুল ওমর আলী, ফরহাদ হোসেন, উপদেষ্টা অন্বেষন ও লেকচারার গোলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রমুখ।

ডিভাইন ইন্টারন্যাশনাল স্কুলের কর্তৃপক্ষ জানিয়েছেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠ্যক্রমের পাশাপাশি আরো বিনোদনমূলক কিছু কার্যক্রম রয়েছে। যেমন – কম্পিউটার লার্নিং, আবৃত্তি, স্টেজ শো, ড্রয়িং, হাতের কাজ, মেধা অন্বেষণ, সাহিত্য পত্রিকা, গল্প বলা, দেয়ালিকা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সহ আরো অনেক কিছু। এই বিদ্যালয়ে প্লে­, নার্সারি ও কেজি শ্রেণির তিনটি ক্লাসকে নিয়ে রয়েছে স্পেশাল কিডস জোন। বিদ্যালয়ে বছরে ৩টি সেমিস্টার চলমান থাকবে,প্রতি সেমিস্টারে ৩টি টার্ম টেস্ট, প্রতি টার্ম এ ১৫টি ক্লাস এবং এগুলো সরকারি নির্দেশনা মোতাবেক ধারাবাহিকভাবে মূল্যায়ণ করা হবে। বাংলা মিডিয়ামে পড়েও শিক্ষার্থীরা হবে ইংরেজি বলায় সাবলম্বী, প্লে­ থেকে রয়েছে আইসিটি ল্যাব ব্যবহার, ডিজিটাল ইন্টারেক্টিভ। এই বিদ্যালয়টির মতো বিদ্যালয় পুরো ডোমার উপজেলার মধ্যে নেই বললেই চলে।
এবিষয়ে বিভিন্ন অভিভাবক বলেন, বিদ্যালয়ের এতো কার্যক্রম ও মনোরম পরিবেশ দেখে খুবই ভালো লেগেছে, এখন আমাদের একটাই প্রত্যাশা বাচ্চারা যেন সুষ্ঠ পরিবেশে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে উঠে।
উল্লেখ্য যে, উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্র ছাত্রীদের অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category