মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে ভরসা আক্তার দিশা,(২৪) নামে দুই সন্তানের জননী এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ ইপিল গাছ থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ২১শে ডিসেম্বর দুপুরে উপজেলার মটুকপুর ইউনিয়নের মেম্বারপাড়া এলাকার সরকারী ফরেষ্ট বাগানের ইপিল গাছ থেকে এই ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।
নিহত দিশা উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলা পাঙ্গা এলাকার দুলু মিয়ার মেয়ে ও ডিমলা উপজেলার ঠুটার ডাঙ্গা বাকরোসা ডাঙ্গা এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী।
এবিষয়ে নিহত দিশার বাবা দুলু মিয়া জানান, ৬ বছর আগে সাদ্দামের সাথে আমার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর সে দুই সন্তানের মা হন। গত এক বছর থেকে সে মানসিক ভারসাম্যহীন অবস্থায় রয়েছে। শুক্রবার রাতে মেয়ে জামাই আমার বাড়ীতে আসে। রাতে পরিবারের সবাই একসাথে খাবার খাই।
এরেই এক পর্যায়ে সকলের অগোচরে রাত সাড়ে নয়টার দিকে বাড়ী থেকে বের হয়ে যায় আমার মেয়ে দিশা। অনেক খুজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। সকালে লোকজনের মুখে শুনতে পাই একটি মেয়ে গলায় ফাঁস দিয়ে গাছে ঝুলে রয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি আমার মেয়ে দিশা গরু বাধার রশি দিয়ে ফরেস্টের ইপিল গাছে ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরন করে।
ঘটনার বিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত দিশা মনির বাবা থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। দুপুরে লাশ ময়না তদন্তের জন্য জেলার মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন ।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.