নীলফামারীর টেক্সটাইলের আল-জামেয়াতুল ইসলামীয়া দারুল উলুম কওমী মাদ্রাসা একনায়কতান্ত্রিকভাবে পরিচালনার প্রতিবাদে ও প্রতিষ্ঠাতা মোহতামিম মাওলানা আমিনুল্লাহকে পূর্ণবহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) বেলা ১২টায় নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের টেক্সটাইল বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে স্থানীয়রা। এতে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মো. হালিম খান, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মোল্লা, শহিদুল ইসলাম, আমিন ইসলাম, জামান উদ্দিন, রিফাত ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ ৪২বছর ধরে সুনামের সঙ্গে মাদ্রাসা পরিচালনা করে আসছেন প্রতিষ্ঠা মোহতামিম মাও. আমিনুল্লাহ। কিন্তু চলমান পরিচালনা কমিটির সিদ্ধান্ত ছাড়াই নিয়ম বহির্ভুতভাবে নতুন কমিটি গঠন করেন। কমিটি গঠন করে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাদ্রাসাটিকে একনায়কতান্ত্রিকভাবে পরিচালনা করছেন। পরিকল্পিত ভাবে প্রতিষ্ঠাতা মোহতামিমকে অবরুদ্ধ করে জোরপূর্বক পদত্যাগ করানো হয়। যার ফলে মাদ্রাসার দাওরা হাদিস ক্লাস বন্ধ রয়েছে এবং কিছু শিক্ষার্থীকে অবৈধভাবে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। অনতিবিলম্বে মাদ্রাসাটিকে একনায়কতন্ত্র অবস্থা থেকে বের করে ও প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষায় প্রতিষ্ঠাতা মোহতামিমকে পূর্ণবহালের দাবি জানান তারা।
মানববন্ধনে স্থানীয় জাহিদুল ইসলাম, ছগির আলম, মামুন বসুনিয়া, গোলাম রব্বানী সহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।
#