জয়নাল আবেদীন হিরো,নীলফামারী জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল) রেজি: নং- বি-১৭০৩ এর সৈয়দপুর কারখানা ও ওপেন লাইন শাখার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যন্ত রেলওয়ে মূর্তজা মিলনায়তনে এর আয়োজন করা হয়।
'শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য' এই শ্লোগান কে প্রতিপাদ্য করে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলা সেক্রেটারি মনিরুল ইসলাম ও সৈয়দপুর উপজেলা সভাপতি আব্দুল মোমেন।
সভাপতিত্ব করেন সৈয়দপুর কারখানা শাখার সভাপতি হাফিজুর রহমান। শাখা সম্পাদক খায়রুল বাশারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, কারখানা শাখার কর্মী ওসমান আলী, ওপেন লাইন শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের ওপেন লাইন শাখার সম্পাদক রুহুল আমিন।
উপস্থিত ছিলেন, বিআরইএল এর সৈয়দপুর শাখার সাবেক সভাপতি শাহাদাত হোসেন, উপদেষ্টা শাহজাহান আলী মোল্লা, রেলওয়ে শ্রমিক দল কারখানা শাখার সভাপতি শাহজাহান আলী, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক জোটের কারখানা শাখার সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ অন্যান্য রেলওয়ে ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত এই রেলওয়ে শ্রমিক সংগঠনটি ইসলামি শ্রমনীতির আলোকে পরিচালিত হয়ে শ্রমিক অঙ্গনে অধিকার আদায়ের জন্য কাজ করে। সেই সাথে শ্রমিকদের একজন খোদাভীরু মুসলিম তথা নীতিবান দায়িত্বশীল মানুষ নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে উৎসাহিত করাসহ সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় নিবেদিত হওয়ার প্রেরণা জোগায়।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং রেলওয়ের উন্নয়নের জন্য বেশ কিছু দাবি জানান। এর মধ্যে অন্যতম হলো, বেতন স্কেলের ১১ থেকে ২০ তম গ্রেডের যে বৈষম্য তা দূর করতে হবে, রেলওয়ে কারখানাকে সচল রাখতে পর্যাপ্ত লোকবল নিয়োগ ও অর্থ বরাদ্দ দিতে হবে, প্রতি ৮ বছর পর পর খালাসী ও ট্রেড এ্যাপ্রেন্টিস পদে প্রমোশন দিতে হবে, রেশন ভাতার পরিবর্তে রেশনিং কার্যক্রম চালু করতে হবে, সকল শ্রমিক কে আবাসন সুবিধা দিতে অবৈধ দখলে থাকা কোয়ার্টার ও বাংলো উদ্ধার করতে হবে, রেলওয়ে হাসপাতালকে কার্যকর করার জন্য এম্বুলেন্স বরাদ্দ দিতে হবে।
সম্মেলনে বিআরইএল সৈয়দপুর কারখানার জন্য ৩১ সদস্য ও ওপেন লাইন শাখার ২১ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। এতে কারখানা শাখার সভাপতি হয়েছেন হাফিজুর রহমান, সম্পাদক খায়রুল বাশার এবং ওপেন লাইন শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান ও সম্পাদক শামিম হোসেন।
অনুষ্ঠানে সৈয়দপুর সাহিত্য সাংস্কৃতিক সংগঠন (সৈসাস) এর শিল্পীরা ইসলামি, আঞ্চলিক ও দেশাত্মবোধক সঙ্গীত এবং নাটিকা পরিবেশন করেন। সম্মেলনে সৈয়দপুর রেলওয়ে বিভাগের দুই শতাধিক শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা অংশ গ্রহণ করেন।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.