• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন |

নাট্য সমিতির বিজয় সাংস্কৃতিক সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক নায়িরুজ্জামান, মঞ্চায়িত হলো শিশু নাটক “মায়াকানন “

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ৪৪ Time View
Update : বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৪ পূর্বাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার নাট্য সমিতির ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের ১৩২ বছর উদযাপন এবং সপ্তাহব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

সমাপনী দিনে মঞ্চায়িত হলো শিশু নাটক “মায়াকানন” নাটকটি রচনাঃ হাবিবুর রহমান এবং নির্দেশনায়ঃ মিজানুর রহমান সোহাগ এবং পরেশ কুমার চন্দ্র।

রবিবার ২৩শে ডিসেম্বর নাট্য সমিতি মঞ্চে সন্ধ্যা সাড়ে ৬ টায় বিজয় সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠানে মঞ্চায়িত হয়েছে শিশু নাটক”মায়াকানন”।

ডোমার নাট্য সমিতি মঞ্চের আহ্বায়ক মাসুদ বিন আমিন সুমনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান।

ডোমার নাট্য সমিতি মঞ্চের আয়োজনে বিজয় সাংস্কৃতিক উৎসবের সমাপনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ, সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশিল সমাজ, সাংস্কৃতিক শিল্পীবৃন্দ এবং সাধারণ জনগন সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নাট্যানুষ্ঠান শেষে অতিথিবৃন্দ এবং নাট্য কর্মীদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানটির স্বার্বিক তত্ত্বাবধানে ছিলেন, আহবায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান চয়ন, মিজানুর রহমান সোহাগ, জাকিয়া বেগম চান্দা, পরেশ কুমার চন্দ্র।

সমাপনী অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায়, সাহা ট্রেডার্স, বিপনী বিতান ক্রোকারিজ, রব্বু এন্ড ব্রাদার্স এবং শালকি ব্রিকস্।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category