মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ০৯নং সোনারায় ইউনিয়নে এলাকা বাসীর উদ্যোগে দুইদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩শে ডিসেম্বর) বাদ আসর সোনারায় উচ্চ বিদ্যালয় মাঠে দুইদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহদিলের সমাপনী দিনে প্রধান মুফাসসির হিসেবে বয়ান পেশ করেন- সৌদি আরবের দাওয়াত ও ইরশাদ সংস্থার সাবেক লেকচারার এবং বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী (দাঃবাঃ)।
উক্ত মাহফিলে বিশেষ মুফাসসির বয়ান পেশ করেন সৈয়দপুরের দারুল উলুম রুহুল ইসলামের সিনিয়র মুদাররিস হাফেজ মাওলানা ইসমাইল হোসেন রিয়াজী, রংপুরের আশরাফিয়া জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলাম জিহাদী, জামেয়া কারিমিয়া নুরুল উলুম জুম্মাপাড়া মাদ্রাসার হাফেজ মাওলানা মাহমুদুর রহমান এবং ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি মাহমুদ বিন আলম প্রমুখ।
মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ মাওলানা ক্বারী ফিরুজুল আলম।
এছাড়াও মাহফিলে ইসলামী সঙ্গীত পরিবেশন করে আল-আকসা শিল্পীগোষ্ঠীর সদস্যবৃন্দ।