আবেদ আলী: নীলফামারীর জলঢাকায় নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে খ্রীস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে বুধবার (২৫ ডিসেম্বর) সকালে পৌরসভার চেরেঙ্গা বটতলীতে গ্রেস এন্ড ট্রুথ চার্চ গির্জায় বড়দিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এর আগে গ্রেস এন্ড ট্রুথ চার্চের নির্বাহী পরিচালক মাইকেল মোশারফ হোসেনের সভাপতিত্বে অনু্ষ্ঠিত আলোচনা সভায় যীশু খ্রিষ্টের জীবনী নিয়ে বক্তব্য রাখেন, পৌরসভার সাবেক প্যানেল মেয়র রঞ্জিৎ কুমার রায়, থানার এএসআই পরিতোষ চন্দ্র রায়, আমরুলবাড়ি নিউ লাইফ চার্চের পাস্টর বীর মুক্তিযোদ্ধা শ্রীবাস চন্দ্র রায় ও নিউ লাইফ খ্রিস্টিয়ান ফেলোশিপ চার্চের পাস্টর নরেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানাতে গিয়ে তাকে (যিশু খ্রিষ্ট) অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। তবুও তিনি মানুষের মধ্যে ভালোবাসা, সেবা, ক্ষমা, মমত্ববোধ, সহানুভূতি ও ন্যায় প্রতিষ্ঠাসহ শান্তিপূর্ণ অবস্থানের শিক্ষা প্রচার করে গেছেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ বর্তমান যুদ্ধ-বিগ্রহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যিশু খ্রিষ্টের শিক্ষা ও আদর্শ তুলে ধরা হয় আলোচনায়। আলোচনা শেষে উপহার বিতরণ এবং খ্রিস্টান ধর্মানুসারীরা বিশেষ প্রার্থনায় মিলিত হন। এর আগে চেরেঙ্গা নিউ লাইফ খ্রিস্টিয়ান ফেলোশিপ ও আমরুলবাড়ি নিউ লাইফ চার্চ সহ উপজেলার বিভিন্ন চার্চে এ বড়দিনের উৎসব পালন করা হয। বড়দিন উপলক্ষে খ্রিষ্টান ধর্মাবলম্বীসহ দেশ এবং মানুষের শান্তি ও কল্যাণ কামনা প্রার্থনা করা হয়।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2024 AlifNews24.net. All rights reserved.