প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ১০:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৬:৫৪ পি.এম
নীলফামারীতে পুরষ্কার বিতরণী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নীলফামারীতে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) রাতে নতুন বাজার কলোনী এলাকায় যুগান্তর যুব সংঘের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।
এতে যুগান্তর যুব সংঘের সভাপতি রেজাউল ইসলাম বাবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান মাহবুব, জেলা বিএনপির সহ-সভাপতি আবু সাদেক চৌধুরী লুলু, মোক্তার হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী, পৌর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আশাদুল ইসলাম আশা,
জেলা শ্রমিকদলের সভাপতি নূরে আলম,সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, পৌর যুবদলের সভাপতি হাসানুজ্জামান তৌহিদ, সদর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান নুরু, সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুজ্জামান মিঠু,পৌর শ্রমিক দলের আহবায়ক আরমান হক। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন যুগান্তর যুব সংঘের সাধারণ সম্পাদক দূর্জয় ইসলাম সুমন।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.