বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী নীলফামারীতে পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এতে জেলা জাসাসের আহ্বায়ক আসলাম হায়াত মিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।
জেলা জাসাসের সদস্য সচিব আবুল হাসনাত রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সোহেল পারভেজ,গোলাম মোস্তফা প্রধান বাচ্চু,মীর সেলিম ফারুক,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের আহবায়ক প্রবীর গুহ রিন্টু,জেলা শ্রমিকদলের সভাপতি নূরে আলম, সদর উপজেলা জাসাসের সভাপতি আওরঙ্গজেব সুজন প্রমুখ।
এছাড়াও দিনটি উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসময় পৌর জাসাসের আহবায়ক মো. রেজাউল করিম, সদর উপজেলা জাসাসের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম সহ জেলা জাসাসের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিনটি শুরু হয়।