মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল করছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) নীলফামারী জেলা শাখার নেতৃবৃন্দ। শুক্রবার (২৭ ডিসেম্বর) জেলার জলঢাকার দুটি মাদ্রাসা ও এতিমখানায় ৫০জনকে শীতবস্ত্র প্রদান করা হয়।
এসময় ড্যাব নীলফামারী জেলা শাখার আহ্বায়ক ডা: মো. সোহেলুর রহমান সোহেল সহ অন্যান্য ডাক্তার ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আহ্বায়ক ডা: মো. সোহেলুর রহমান সোহেল জানান, প্রথম দিনে চারটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১৫০ জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়। আজ ২য় দিনে দুইটি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ৫০ জনকে শীতবস্ত্র বিতরণ করা হয় । পরবর্তীতে আরও ০৪ টি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় উক্ত কার্যক্রম পরিচালনা করা হবে।