আশিকুজ্জামান আশিক জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় জাগ্রত তরুণ ক্রীড়া সংঘের আয়োজনে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উপলক্ষে প্রমিলা ফুটবল ম্যাচের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ট্রাইফিকারে জয়পুরহাট পরান ফুটবল একাডেমী প্রমিলা দলকে ৫-২ পরাজিত করে পঞ্চগড় বোদা উপজেলা একাডেমী প্রমিলা দল বিজয়ী হয়। এ উপলক্ষে শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে জলঢাকা স্টেডিয়াম মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম।
খেলার উদ্বোধন করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার ভুট্টু।
পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আখতারুল আলম রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজুল ইসলাম সেবু চৌধুরী, পৌর সাংগঠনিক সম্পাদক এটিএম আউয়াল বিএসসি ও উপজেলা জাসাস এর সদস্য সচিব সাংবাদিক আবেদ আলী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌে যুব দলের আবু তোরাব আহম্মেদ ইমন প্রমুখ।
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের নারী ফুটবলারদের খেলা দেখতে বিভিন্ন ইউনিয়নের থেকে হাজার হাজার দর্শনার্থীদের ছিল উপছে পড়া ভিড়।