আবেদ আলী: নীলফামারীর জলঢাকায় সাইন্স ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী রোবোটিক্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ও ২৯ ডিসেম্বর জলঢাকা আলহেরা এডুকেয়ার হোম হাইস্কুল হলরুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে দুই দিনব্যাপী এই রোবোটিক্স কর্মশালা অনুষ্ঠিত হয়।
সাইন্স ক্লাবের প্রতিষ্ঠাতা মাহফুজার রহমান মহব্বতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের রোবোটিক্স বিষয়ে মৌলিক ধারণা প্রদান করা হয়। এতে শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
কর্মশালার প্রথম দিন শিক্ষার্থীদের রোবোটিক্স, সেন্সর, মাইক্রোকন্ট্রোলার এবং প্রোগ্রামিং বিষয়ে মৌলিক ধারণা প্রদানে শিক্ষার্থীদের শেখার আগ্রহকে আরো উৎসাহিত করতে ক্লাসশেষে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দ্বিতীয় দিনে হাতে-কলমে দেখানোর পর "অবস্টাকল এভোইডিং রোবট" প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের রোবোটিক্সের প্রতি আগ্রহ আরো বেড়ে যায়।
কর্মশালা শেষে প্রথম দিনের কুইজ প্রতিযোগিতায় মেধাতালিকায় স্থানপ্রাপ্ত ১০ শিক্ষার্থীকে একটি করে মানসম্মত
ব্যাগ সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে একটি করে টি-শার্ট, সার্টিফিকেট, নোটবুক,
চাবির রিং ও কলম পুরস্কৃত করা হয়।
সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী জলঢাকা উপজেলা শাখার আমীর মোখলেছুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন আলহেরা এডুকেয়ার হোম স্কুলের প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা শিবিরের সভাপতি নাজমুল ইসলাম, সেক্রেটারি মিঠু ও ক্লাবের অন্যতম সদস্য আবুল হাসান সহ আরো অনেকে।
ক্লাবটির প্রতিষ্ঠাতা মাহফুজার রহমান মোহাব্বত ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, এই কর্মশালা শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তিগত চেতনা জাগ্রত করেছে। তাই ভবিষ্যতে এ ক্লাবে অংশগ্রহণকারী
শিক্ষার্থীদের বিশ্বমানের দক্ষতা অর্জনে সহায়তা করবে।
শতাধিক শিক্ষার্থীকে রোবোটিক্সের হাতেখড়ি শেখাতে পেরে নিজেকে ধন্য মনে করে ক্লাবের অন্যতম সদস্য আবুল হাসান বলেন, এই কর্মশালা শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে আগ্রহ বেড়ে নতুন সম্ভাবনার উন্মোচন করেছে। তাই এ সাইন্স ক্লাব ভবিষ্যতেও শিক্ষার্থীদের আরও দক্ষতা বৃদ্ধিতে এরকম কর্মশালা আয়োজনের পরিকল্পনা করেছে।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.