প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৫, ৫:২০ পি.এম
নীলফামারীতে ডিসি’র নির্দেশনায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ
নীলফামারীতে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামানের নির্দেশনায় বিভিন্ন মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় বুধবার (১ জানুয়ারি) সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের নুরানী তালীমুল কুরআন মাদরাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল চন্দ্র রায় উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে শিক্ষার্থীরাও খুশি হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হক জানান, ঘন কুয়াশা সেই সাথে হিমেল হাওয়া হাড়কাঁপানো ঠান্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। আমাদের জেলা প্রশাসক স্যার সব সময় অসহায় ও দুস্থ মানুষের খোঁজ খবর রাখছেন। এছাড়াও মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরাও যেন এই ঠান্ডায় কষ্ট না পায় সে দিকেও খেয়াল রাখছেন। তারই ধারাবাহিকতায় ডিসি স্যারের দিক নির্দেশনা মোতাবেক নুরানী তালীমুল কুরআন মাদরাসার শিক্ষার্থীদের শীতবস্ত্র বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় আমাদের বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.