মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ জনস্বার্থে সেবার মানোন্নয়নে ভূমিকা রাখা সহ সুষ্ঠুভাবে স্বাস্থ্যসেবা প্রদানের আহ্বান জানানোর পাশাপাশি পর্যবেক্ষণের লক্ষে নীলফামারীর ডোমারে স্থাপিত নতুন বেসরকারি ক্লিনিক এবং হাসপাতাল পরিদর্শন করেছেন জেলা সিভিল সার্জন ডাঃ হাসিবুর রহমান।
বুধবার (১লা জানুয়ারী) সকালে উপজেলা শহরে অবস্থিত মমতা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ও পপুলার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শনে আসেন।
পরিদর্শনে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান বারী, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (এমওসিএস) ডাঃ আতিউর রহমান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ কামরুল হাসান নোবেল, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর আল-আমিন রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) হাবিবুর রহমান সিদ্দিকী প্রমুখ।
পরিদর্শনকালে সিভিল সার্জন ডাঃ হাসিবুর রহমান নবনির্মিত বেসরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সংখ্যক নিবন্ধিত চিকিৎসক, নার্স,টেকনোলজিস্ট সহ অবকাঠামো উন্নয়নের নির্দেশনা প্রদান করেন। এর পাশাপাশি জনস্বার্থে সেবার মানোন্নয়নের দিকে লক্ষ্য রাখার আহ্বান জানান ।