মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার উপজেলার ৭নং বোড়াগাড়ী ইউনিয়নে জাতীয়তাবাদী তাঁতী দলের কর্মী সমাবেশ এবং অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১লা জানুয়ারী) বিকেলে বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন তাঁতী দলের আয়োজনে কর্মী সমাবেশ এবং শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি শাহাজাদা মুক্তি।
৭নং বোড়াগাড়ী ইউনিয়ন তাঁতী দলের সভাপতি গোলাপ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা তাঁতী দলের সভাপতি ও নীলফামারী জেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নুরনবী হোসেন নয়ন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে কর্মী সমাবেশের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি।
এসময় বক্তারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ সাম্প্রতিক ২০২৪ সালে সংঘটিত গণঅভ্যুত্থান ও সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা আরও বলেন, বিগত স্বৈরাচার হাসিনা সরকারের আমলে এদেশের সাধারণ জনগণ তাদের ভোটের অধিকার সহ বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খুন, গুম সহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিল বিগত সরকারের দোসররা। ফ্যাসিবাদ কায়েম করে দেশে একনায়কতন্ত্রে পরিণত করেছিল আওয়ামী লীগ।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও নীলফামারী-০১ ডোমার-ডিমলা আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের পক্ষে জনমত গড়ে তুলতে সকল নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক হোসেন আলী, ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি বায়েজিদ হোসেন জুয়েল, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, উপজেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি যুবরাজ হোসেন রাজ, সাংগঠনিক সম্পাদক জিয়ারুল কবির লিটন প্রমুখ।
এছাড়া ইউনিয়ন বিএনপি ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, তাঁতী দলের ৯টি ওয়ার্ডের নেতা-কর্মী ও সাধারণ জনতা সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মী সমাবেশ শেষে শতাধিক অসহায়, দুঃস্থ এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন অতিথিরা।