মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে নীলফামারীর ডোমারে উদযাপিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ইং। দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্য রয়েছে বর্ণাঢ্য র্যালী, মিনি ম্যারাথন, আলোচনা সভা এবং পুরষ্কার বিতরণী।
বৃহস্পতিবার ২রা জানুয়ারী সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই দিবসটি পালিত হয়।
ডোমার বাজারস্ত বাটার মোড় থেকে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মিথি ম্যারাথন প্রতিযোগিতার মাধ্যমে শেষ হয়।
এরপর উপজেলা শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম মধুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ।
উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হারুন অর রশিদ হারুনের সঞ্চালনায় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম, মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু প্রমুখ।
এছাড়াও উপজেলা দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ স্কাউটস নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে মিনি ম্যারাথন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।