নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কিশোরগঞ্জ বাজারের টাউন কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপজেলা যুবদলের আহবায়ক মাহমুদুল হক টিপুর সভাপতিত্বে সদস্য সচিব আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজ। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা যুবদলের সদস্য সচিব আলহাজ্ব পারভেজ আলম গুড্ড।
এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তাজুল ইসলাম ডালিম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, সৈয়দপুর রাজনৈতিক জেলার যুবদলের যুগ্ম আহবায়ক সুজাল খান সাজু, যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার বকুল, যুগ্ম আহবায়ক যুগ্ম আহবায়ক জাকির হোসেন মেনন, যুগ্ম আহবায়ক খালিদ হাবীব, যুগ্ম আহবায়ক তানবীর আনিস, যুগ্ম আহবায়ক কামরান উদ্দিন, যুগ্ম আহবায়ক নাঈম সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওবাদুল ইসলাম, খোকনুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দীর্ঘদিন যাবত বিএনপির সম্মেলন করতে পারেনি। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। স্মরণকালের বৃহৎ সম্মেলন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সভা উদ্ধোধন করন রেজওয়ান আক্তার পাপ্পু।