মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয়ের বালক বালিকাদের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ইং এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২রা জানুয়ারী) ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক নাজমুল আলম বিপিএএ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলের খেলোয়াড় ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।