মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এবং যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা কর্তৃক উত্তরবঙ্গের শীতার্তদের জন্য বরাদ্দকৃত শীতবস্ত্র বিতরণের ২য় ধাপে ডোমার সদর ইউনিয়ন এবং ৭নং বোড়াগাড়ী ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিরা।
রবিবার (৫ই জানুয়ারী) উপজেলার ৭নং বোড়াগাড়ী এবং ৮নং ডোমার সদর ইউনিয়নের শীতার্ত মানুষদের জন্য বরাদ্দকৃত শীতবস্ত্র বিতরণ করা হয়।
ডোমার সদর ইউনিয়নে দ্বিতীয় ধাপের বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি এবং পৌর প্রশাসক জান্নাতুল ফেরদৌস হ্যাপি।
এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন পরিসংখ্যান অফিসের আবদুল বারী, দৈনিক সংবাদ পত্রিকার উপজেলা প্রতিনিধি এবং ডোমার রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি মোহাম্মদ শরীফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নীলফামারী জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক মাহির মুহাম্মদ মিলন, ছাত্রনেতা আসিফ সরকার, বাঁধন ইসলাম, রাফসানুল হক সজীব প্রমুখ।
এছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতিনিধি মোহাম্মদ শরীফ হোসেন জানায়, ১ম ধাপে হরিণচড়া ইউনিয়নে ২ শতাধিক এবং সোনারায় ইউনিয়নে ২ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এবং আজকে ডোমার সদর ইউনিয়নে ২ শতাধিক এবং বোড়াগাড়ী ইউনিয়নে ২ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে উপজেলার দশটি ইউনিয়নের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হবে।