নীলফামারী জেলা পুলিশের উদ্যোগে রংপুর রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। রোববার (৫ জানুয়ারি) রাতে পুলিশ লাইন্সে টুর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মোর্শেদ আলম। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিনের সভাপতিত্বে সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নিয়াজ মেহেদী, সদর থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ সহ রংপুর রেঞ্জের বিভিন্ন জেলার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘সুস্থ দেহ, সুস্থ মন, সুস্থ পরিবেশ একটি সমাজের জন্য কাঙ্ক্ষিত বিষয়। আর সুস্থ পরিবেশের জন্য প্রয়োজন খেলাধুলায় উৎকর্ষতা এবং খেলার পরিবেশ তৈরি করা। তার জন্যই এই টুর্নামেন্টের আয়োজন।’
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন লালমনিরহাট জেলা পুলিশ দল ও পঞ্চগড় পুলিশ দল। এতে ২-০ সেটে পঞ্চগড় জেলা পুলিশ দলকে পরাজিত করে লালমনিরহাট জেলা পুলিশ দল।