সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান নীলফামারীর ‘দারোয়ানী টেক্সটাইল মিলস্’ চালুর দাবিতে নীলফামারীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারী) নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের দারোয়ানী টেক্সটাইল মিলসের সামনে ঘন্ট্যাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা ও প্রাক্তন কর্মচারীরা।
টেক্সটাইল মিলস্ চালুর দাবির সঙ্গে একাত্মতা ঘোষনা করে মানববন্ধনে বক্তব্য রাখে জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান মাহবুব, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আকতার, জেলা শ্রমিকদলের সভাপতি নূরে আলম, সাধারন সম্পাদক জামিয়ার রহমান, চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মোল্লা, দারোয়ানী টেক্সটাইল মিলস্ বাস্তবায়ন কমিটির সভাপতি ওবাদুল হক মোল্লা প্রমূখ।
এসময় বক্তারা বলেন,‘ প্রতিষ্ঠা লগ্ন হইতে উৎপাদিত সুতার গুণগত মান দেশের অন্য মিলের তুলনায় উন্নত ছিলো দারোয়ানী টেক্সটাইল মিলসের সুতা এবং বাজারে এর প্রচুর চাহিদা ছিল। সুতার গুণগতমান উন্নত হওয়ায় দেশের বাইরেও রপ্তানি হতো। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের স্বীয়-স্বার্থ হাছিল করার উদ্দেশ্যে মিলটি উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ রূপে বন্ধ করে দেয়। মিলটি বন্ধ হওয়ার কারণে এখানে কর্মরত হাজারের অধিক শ্রমিক-কর্মচারী বেকার হয়ে দীর্ঘ দিন যাবৎ মানবেতর জীবন যাপন করতেছে। তাদের কথা ভেবে দারোয়ানী টেক্সটাইল মিলটি আবারও চালু করার দাবি জানান বক্তারা অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন শ্রমিক-কর্মচারীরা ও স্থানীয়রা।
#