আশিকুজ্জামান আশিক জলঢাকা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় প্রস্তাবিত জেলা পরিষদ সুপার মার্কেট ও ডাকবাংলোয় কমিউনিটি সেন্টার নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনায় জায়গা পরিদর্শন করেন, নীলফামারী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) দীপঙ্কর রায়।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল জেলা পরিষদের উল্লেখিত জায়গাগুলো পরিদর্শন করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী রেজাউল করিম, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান ও সহ সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আবেদ আলী প্রমুখ।
পরিদর্শন শেষে প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) দীপঙ্কর রায় বলেন, খুব শীঘ্রই থানামোড় সংলগ্ন ৫৯ শতাংশ জমিতে প্রস্তাবিত সুপার মার্কেট এর পাশাপাশি ডাকবাংলোয় কমিউনিটি সেন্টার করার পরিকল্পনা রয়েছে।