প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ৫:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২৫, ১১:৩৭ পি.এম
নীলফামারীতে টেক্সটাইল মিল চালু ও রক্ষার দাবিতে স্মারকলিপি প্রদান
সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান নীলফামারীর ‘দারোয়ানী টেক্সটাইল মিলস্’ চালু ও রক্ষার দাবিতে নীলফামারীতে স্বারকলিপি প্রদান করেছে । মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে দারোয়ানী টেক্সটাইল মিলস্ বাস্তবায়ন কমিটির উদ্যোগে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান কে স্বারকলিপি প্রদান করা হয়।
এসময় জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, জেলা শ্রমিকদলের সভাপতি নূরে আলম, সাধারন সম্পাদক জামিয়ার রহমান, চড়াইখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মোল্লা,সাধারণ সম্পাদক নাজমুল শেখ, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ,দারোয়ানী টেক্সটাইল মিলস্ বাস্তবায়ন কমিটির সভাপতি ওবাদুল হক মোল্লা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়, দারোয়ানী টেক্সটাইল মিলসের সুতার গুণগতমান উন্নত হওয়ায় দেশে এবং দেশের বাইরেও এর চাহিদা ছিল অনেক। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের স্বীয়-স্বার্থ হাছিল করার উদ্দেশ্যে মিলটি উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ রূপে বন্ধ করে দেয়। মিলটি বন্ধ হওয়ার কারণে এখানে কর্মরত হাজারের অধিক শ্রমিক-কর্মচারী বেকার হয়ে দীর্ঘ দিন যাবৎ মানবেতর জীবন যাপন করতেছে। তাদের কথা ভেবে দারোয়ানী টেক্সটাইল মিলটি আবারও চালু করার কথা উল্লেখ করা হয়।
স্মারকলিপি প্রদান শেষে নীলফামারী জেলা শ্রমিক দলের উদ্যোগে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.