নীলফামারী সদর উপজেলার চওড়া বিলের পলি অপসারন কাজের শুভ উদ্বোধন হয়েছে। বুধবার (৮ জানুয়ারী) সন্নাসীতলা স্কুল মাঠ প্রাঙ্গণে কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন। এতে সভাপতিত্ব করেন চওড়া বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মো. আল মামুনুন রশিদ নয়ন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন,‘কাজটি সম্পন্ন হলে আশে পাশের পাঁচটি ইউনিয়নের অনেক মানুষ উপকৃত হবে। খনন কাজ বেশি দিন লাগবে না, কিন্তু এটার কার্যক্রম রবে অনেকদিন। আপনারা যতটুকু আন্তরিক হবেন কাজটাও ততভাগ সফল হবে। কারণ সরকার কাজটি করে দিবে এটা রক্ষনাবেক্ষন পরিচর্যার দায়িত্ব আপনাদের। আমাদের সন্তানরা যে স্বপ্ন দেখিয়েছেন আমরা চাই সেটির সফল বাস্তবায়ন। সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এটি সম্ভব হবে।’
এসময় সদর উপজেলা প্রকৌশলী বিরল রায়, চওড়া বিল সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা মাসুম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ হাসান জানান,‘সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের আওতায় চওড়া বিলের পলি অপসারন কাজ শুরু হলো। কাজটি শেষ হলে ১৩৬০ জন উপকারভোগী উপকৃত হবেন।’
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.