আবেদ আলী : নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) চলাকালীন তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জানুয়ারি) সকালে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় হলরুমে জলঢাকা পৌরসভার আয়োজনে দিনব্যাপী এ তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।
পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, পৌর প্রকৌশলী কামাল আহম্মেদ, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন ও বৈষম্যবিরোধী ছাত্র নেতা আহসান হাবিব রক্সি প্রমুখ। বক্তারা দুর্নীতিমুক্ত আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের মনোভাব ব্যক্ত করেন। কর্মশালায় বিভিন্ন রাজনৈতিক, শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিল।