• শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৮:২০ অপরাহ্ন |
Headline :
দেশের কোনো মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেয়া হয় নি: মহাপরিচালক নাজমুল হোসেন ডিমলায় তুহিন স্পোর্টিং ক্লাবের প্রীতি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে জলঢাকায় বিএনপির বিক্ষোভ ও মানববন্ধন জলঢাকায় ইসরাঈলী হামলায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত জলঢাকায় আসক ফাউন্ডেশনের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন চিলাহাটিতে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত জলঢাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এসএসসি পরীক্ষা বিএনপি নেতা তুহিনের নির্দেশে তিস্তার ভাঙ্গা বালুর বাধ পরিদর্শনে ডিমলা উপজেলা বিএনপি ৮ম কাব ক্যাম্পুরী ডোমারে সফলভাবে বাস্তবায়নের লক্ষে আড়াই লক্ষ টাকার চেক হস্তান্তর জোড়াবাড়ী ব্লাড ব্যাংকের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

ডোমারে তাঁতী দলের ব্যানারে আলোচনা সভা ও লিফলেট বিতরণ

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারী / ১৫০ Time View
Update : শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমারে উপজেলা তাঁতী দলের ব্যানারে বিএনপি কর্তৃক প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত বাস্তবায়নে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ই জানুয়ারী) বিকালে পৌর শহরের বাটার মোড়ের অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ।

উপজেলা তাঁতী দলের সভাপতি সৈয়দ নুরনবী হোসেন নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য সচিব হাজী মুজিবুর রহমান, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক রেজাউল ইসলাম।

ডিমলা উপজেলা তাঁতী দলের সভাপতি আব্দুস সাত্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, কেন্দ্রীয় তাঁতী দলের সদস্য ইঞ্জিঃ আনিছুর রহমান আরিফ, জেলা সভাপতি শাহাজাদা মুক্তি প্রমুখ।

প্রধান অতিথি আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, বিগত ১৬ বছর দুর্বিষহ নির্যাতন সহ্য করে বিএনপিকে আগলে রেখেছে আদর্শিক নেতা কর্মীরা। বিগত স্বৈরাচার সরকারের আমলে এলাকায় থাকতে পারেনি ভিন্নমতের শিক্ষিত যুবকেরা। কেউ ঢাকা শহরে গিয়ে রিকশা চালিয়েছে,আবার কেউ ফুটপাতে দোকান করে কোনোমতে জীবনযাপন করেছে। সর্বস্ব দিয়ে গচ্ছিত দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করলেও স্বৈরাচারের দোসররা সেসব দখল করে নিয়েছিল।

নিজের ব্যবসা প্রতিষ্ঠান ও অধিকার বুঝে নিতে গেলে বর্তমানে একটি দল সেসব নেতা-কর্মীদের দখলবাজ বানানোর অপচেষ্টা করছে।নির্বাচিত সরকারের মাধ্যমে বাংলাদেশের অচলাবস্থা থেকে উত্তরণের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি।

এছাড়া বিগত সরকারের আমলে কারানির্যাতন, খুন,গুম, হত্যার শিকার নেতা-কর্মীদের স্মরণ করেন। সেইসাথে পিলখানা হত্যাকাণ্ড সহ সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি।

উপজেলা তাঁতী দলের আয়োজনে আলোচনা সভায় অন্যান্ন্য বক্তারা বিএনপির রাষ্ট্র পরিচালনার ভাবনা সম্পর্কিত বিষয়ে বিষদ আলোচনা তুলে ধরেন। এছাড়াও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার সফর সফলকামের পাশাপাশি দ্রুত সুস্থ্যতা কামনা করেন।
তারা আরও বলেন, আগামী নির্বাচনে নীলফামারী -০১ ডোমার-ডিমলা আসনে জিয়া পরিবারের অন্যতম সদস্য, বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিঃ শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

আলোচনা সভায় তাঁতী দলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মী সহ স্থানীয় বিএনপি ও অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেষে ডোমার বাজারের সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের মাঝে বিএনপি কর্তৃক প্রণীত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।


More News Of This Category