মোসাদ্দেকুর রহমান সাজু,স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ নীলফামারীর ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে চলতি মৌসুমে বীজ আলু উৎপাদনে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে উক্ত খামারে চলতি মৌসুমে ৪০৫.৬৬ একর জমিতে বিভিন্ন জাতের বীজ আলু উৎপাদন কর্মসুচি রয়েছে, এবং যার উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে ২৫০০ মে. টন। এবং বর্তমানে সেটির আন্তঃপরিচর্যা চলমান রয়েছে।
উল্লেখ্য ইতিপুর্বে বিএডিসি কতৃক ১৬ টি নতুন জাতের বীজ আলু নিবন্ধন করা হয়েছে যেগুলো হলো (সানশাইন), (প্রাডা), (সান্ত্বনা), (ইনোভেটর),(এডিসন),(কুম্বিকা), (কুইনঅ্যানি) (ল্যাবেলা), (কেএসি৮১) (অ্যালকেন্ডার),(ডেলিয়ারেট),(রাশিদা),(জিনারড) ( এসএইচসি১০১০),( ব্রিয়ান্না) ( লুগানো), এছাড়া আর ও ২টি জাত নিবন্ধনের জন্য প্রস্তাবিত রয়েছে। যেগুলো হলোঃ ( ৭ কিশোরগঞ্জ) এবং ( রেজা) এছাড়াও উক্ত খামারে বর্তমানে উচ্চ ফলনশীল ৮ টি জাতের পরিক্ষামুলক কার্যক্রম চলমান রয়েছে। জাতগুলি হল(,১) মনটানা (২) ক্যাপ্টিভা (৩) জেলি (৪) ভিন্ডিকা (৫) লরা (৬) ইউনিকা (৭) আর্লি ভ্যালী (৮) রোজালিন, এবং বীজ আলুর নতুন নতুন জাতগুলোর অভিযোজন ক্ষমতা ও গবেষণার মাত্রা সম্প্রসারণ এবং জার্মপ্লাজম সংরক্ষণের জন্য প্রায় ১ একর জমিতে ৯০ টি জাতের একটি জীবন্ত জাদুঘর প্রতি বছর স্থাপন করা হয়। ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারটি জাতীয় গুরুত্বপূর্ণ একটি খামার। এই খামারের ৬০০.৭৪ একর বীজ উৎপাদনের জমি ছাড়াও অত্র খামারের ২ টি এবং অন্যত্র ৫টি টিস্যু কালচার ল্যাব সহ মোট ৭টি টিস্যু কালচার ল্যাবরেটরিতে চলতি বছর ৩২টি জাতের প্রায় ২০ লক্ষ্য ভাইরাসমুক্ত প্লান্টলেট উৎপাদন করে তা ধারাবাহিক প্রক্রিয়ায় মিনি টিউবার ২৪ টি জাতের ব্রিডার ও ১০ টি জাতের ভিত্তি মানের বীজ উৎপাদন করে অত্র দপ্তরের দুটি হিমাগার সহ অন্যান্য হিমাগারে সংরক্ষণ শেষে দেশের বিভিন্ন জেলায় অবস্থিত বিএডিসির ৩২টি হিমাগারে জোনের চুক্তিবদ্ধ চাষিদারা ভিত্তি ও প্রত্যায়িত বীজ উৎপাদন করে প্রতিবছর প্রায় ৫০,০০০ মেঃ টঃ বীজ আলু চাষি পর্যায়ে বিপণন করা হয়।
এবিষয়ে বিএডিসি উৎপাদন খামারের উপপরিচালক আবু তালেব মিঞা বলেন যে অত্র খামারের প্রতি ইঞ্চি জমিকে আবাদের আওতায় এনে ফসল চাষাবাদ করা হচ্ছে। এতে খামারটি দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশ্বায়নের এইযুগে কৃষিই হোক দেশের অর্থনীতির মুল চালিকাশক্তি। এরই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে ডোমার বিএডিসি ভিত্তি বীজ আলু উৎপাদন খামারটি।