• শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন |
Headline :
ডোমারে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার পাঠশালা’র শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ডোমারে স্বেচ্ছাসেবী সংগঠন সবার পাঠশালার কমিটি গঠন সভাপতি সিহাব সম্পাদক প্রাণহরি ডোমারে সাবেক কাউন্সিলর রাজাকে পিটিয়ে গুরুতর আহত করেছে দূর্বৃত্তরা, গ্রেফতার এক সব্দিগঞ্জ ঈদগাঁ ময়দানে লক্ষাধিক মুসল্লীদের উপস্থিতিতে আদায় হলো পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ জলঢাকায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে রজত জয়ন্তী ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত জলঢাকায় বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি নীলফামারীতে শ্রমিক দলের ঈদ শুভেচ্ছা বিনিময় জলঢাকায় সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি জলঢাকায় এসএসসি ব্যাচ-২০০১ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের পুর্নবহালের দাবীতে নীলফামারীতে মানববন্ধন

নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক / ১২৬ Time View
Update : শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;

পিলখানাসহ চাকুরীচ্যুত দেশের সকল বিডিআর সদস্যদের সকল সুবিধাসহ চাকুরীতে পুর্নবহাল, দীর্ঘ ১৬বছর ধরে জেলেবন্দি নির্দোষ বিডিআর সদস্যদের মুক্তি এবং স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটনের দাবীতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জানুয়ারী) দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে চাকুরীচ্যুত সকল বিডিআর সদস্যদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চাকুরীচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্য এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি অংশ নেন।
চাকুরীচ্যুত বিডিআরের হাবিলদার জোবায়দুল ইসলামের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য দেন সন্তোষ কুমার, আব্দুল আলিম, শামসুজ্জোহা, কাশিমপুর কারাগারে বন্দি জিয়াউর রহমানের স্ত্রী রোজিনা খাতুন ও তার মেয়ে রেবেকা রহমান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোর্শেদ আমান প্রমূখ।
কাশিমপুর কারাগারে বন্দি জিয়াউর রহমানের স্ত্রী রোজিনা খাতুন বলেন, মামলা থেকে খালাশ পেয়েও আমার স্বামী কারাগারে বন্দি হিসেবে রাখা হয়েছে। আজো মুক্তি পাইনি। আমার স্বামীর কোন দোষ ছিলো না। ঘটনার সময় আমার মেয়ের বয়স ছিলো ১১মাস। আজ মেয়ের বয়স ১৬বছর। মেয়ে তার বাবাকে একদিনের জন্য দেখতে পাইনি।
চাকুরীচ্যুত বিডিয়ার সদস্যরা বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের ষড়যন্ত্রের শিকার এই হত্যাকান্ড। চাকুরীচ্যুত বিডিআর সদস্যরা করুনভাবে দিনাতিপাত করছেন। কেউ রিকসা চালান, কেউ শ্রমজীবী হিসেবে দিন কাটাচ্ছেন। আর কেউবা কিছুই করতে পারেন নি আদৌও। আমরা চাই, স্বাধীন তদন্ত কমিশনের মধ্য দিয়ে বিডিআর হত্যাকান্ডের সুষ্ঠ বিচার হোক এবং জড়িতদের দৃষ্টান্ত মুলক শাস্তি হোক।


More News Of This Category