নীলফামারীর সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি কেটে ইট ভাটায় ব্যবহার করার দায়ে দুই ইট ভাটার মালিককে সাড়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৩ জানুয়ারি) সদর উপজেলার কুন্দপুকুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে জরিমানা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ মলি আক্তার।
এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। জরিমানাকৃত ভাটা মালিকরা হলেন-মেসার্স দিনা ব্রিকস এর মালিক মোঃ মাসুদ রানা ও মেসার্স সেলিম ব্রিকস এর মালিক মোঃ সেলিম।
সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, 'অবৈধভাবে তারা কৃষি জমির মাটি কেটে করে ইটভাটা পরিচালনা করছিল। এতে করে কৃষি জমির উর্বরতা শক্তি হ্রাস পাবে। তাই দুই ভাটা মালিককে কৃষি জমির মাটি ভাটায় ব্যবহার করার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসারে ১লাখ টাকা জরিমানা করা হয়।'
জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
প্রধান কার্যালয়ঃ বাবর রোড, মোহাম্মদপুর, ঢাকা।
কর্পোরেট অফিসঃ
চৌধুরী ভিলা, বাসস্ট্যান্ড, জলঢাকা, নীলফামারী।
ইমেইলঃ taxashim@gmail.com
চৌধুরী মিডিয়া গ্রুপ এর একটি প্রকাশনা
Copyright © 2025 AlifNews24.net. All rights reserved.